Pages

Sunday, January 1, 2012

ধনু রাশি


ধনু রাশির আদ্যক্ষর : যে , যো , ভ , ভা , ধ, ধা, ফা, চা , ড, ডা, ডে ।
২০১২ সাল কেমন যাবে?
কখন আপনার অর্থ আসবে?

১। লগ্নের পঞ্চমে শুক্র বক্রী না হয়ে অবস্থান করলে এবং একাদশে শনি থাকলে, অর্থচিন্তা আপনার থাকবে না। ২। এখন আপনার কি দশা আছে দেখুন। দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, নবম ও একাদশপতির দশাতে অর্থ হাতে আসে। তবে কথা হলো উপরোক্ত যে কোন পতির দশাই চলুক, রাশিচক্রে সেই গ্রহটি শুভ থাকার দরকার। তাছাড়া দশাধিপতি থেকে অন্তর্দশাপতি দ্বাদশে যদি থাকে, তাহলে অশুভ। ৩। ব্যবসাদারদের অষ্টমপতির দশায় বা অন্তর্দশায় আর্থিক অবস্থা শুভ ফল দেবে। ৪। সপ্তমপতির মহাদশা কালে যদি সপ্তম, অষ্টম, দশম, একাদশ, পঞ্চম বা তৃতীয়পতির অন্তর্দশা হয়, তাহলে ব্যবসায় খুব লাভ হবে। ৫। ষষ্ঠপতির দশায় শ্রমিকগণ বেশী উপার্জনে সক্ষম হতে পারেন। ৬। দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম, নবম ও একাদশপতি গোচরে ভ্রমন সময়ে নিজেদের স্বক্ষেত্রে বা একে অপরের ক্ষেত্রে অথবা কোনও কোনও ক্ষেত্রে (ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ ছাড়া) অপরের সঙ্গে মিলিত হলে, প্রচুর অর্থ হাতে আসবে। ৭। বৃহস্পতি ও শনির অবস্থানের জন্য যখন সিংহাসন যোগ হবে, তখন প্রচুর অর্থ হাতে আসতে পারে। ৮। দ্বিতীয়পতি যদি দশমে গোচরে চলে আসে ও সেই সময় যদি বৃহস্পতি বা শনি দশম স্থানে থাকে, প্রচুর অর্থ হাতে আসবে। ৯। দশমপতি যে সময়ে ধনস্থানে আসে, বৃহ্সপতি সেইসময় ধনস্থানে থাকলে প্রচুর অর্থ উপার্জন হবে। তবে ধনুলগ্নের পক্ষে এইরকম আয়-উপার্জন সম্ভব হবে না।
২০১২ ধনু রাশির বার্ষিক ভবিষ্যৎ ফল
স্বাস্থ্য: বর্ত্তমান বছরে শারীরিক অবস্থা খুব একটা খারাপ যাবে না। তবে ঠান্ডা আপনার সহ্য হবে না। বছরের ঋতু পরিবর্তনের সময়গুলিতে বিশেষ করে বর্ষা ও শীত এর প্রারম্ভে প্রতিরোধক ব্যবস্থা নিলে সুস্থ্য থাকবেন। মাঝে মধ্যে উদরপীড়া, রক্তাল্পতা রোগে ভুগতে পারেন। মঙ্গল বা শনির অশুভত্বে আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে।

পারিবারিক ক্ষেত্র: আপনি ধার্ম্মিক ও স্বাধীনতাকামী। ন্যায়নীতি মেনে চলার পক্ষপাতি। ভাই-বোনদের প্রতি আপনার স্নেহ-মমতা থাকলেও তাদের কোন অন্যায় আচরণ দেখলে কঠোর হবেন। তারজন্য তারাও মাঝে মধ্যে আপনার প্রতি বিরুদ্ধাচরণ করতে পারে। পিতা-মাতার প্রতি আপনার দায়িত্ব ও কর্তব্যবোধ থাকলেও কখনো কখনো মাতার স্নেহ থেকে বঞ্চিত হতে পারেন। পিতার কাছ থেকেও বিশেষ সহানুভূতি পাবেন না। স্ত্রীর প্রতি আপনার ভালবাসা ও কর্তব্যবোধ থাকলেও দাম্পত্য জীবনে সুখী হবেন না। উভয়ের মধ্যে সহমর্মীতা না থাকলে শান্তি থাকবে না। সন্তানরা আপনার খুব একটা বাধ্য হবে না। তাদের স্বাস্থ্য ভালো থাকলেও শিক্ষার ব্যাপারে চিন্তায় রাখবে।

শিক্ষা: উচ্চ-শিক্ষারক্ষেত্রে বাধা-বিঘ্ন থাকলেও বিভিন্ন শাস্ত্রে আপনার প্রগাঢ় জ্ঞান সঞ্চয় হবে। ইতিহাস, দর্শন শাস্ত্রে পান্ডিত্য অর্জন করবেন। গ্রন্থ রচনা বা সাহিত্যিক হিসাবে খ্যাতি লাভ হবে। সন্তানদের শিক্ষায় সাফল্য আসবে। ধর্ম ও পুরাণশাস্ত্রে একাগ্রতা থাকবে।

ব্যবসা: কর্মকুশলতা ও পরিশ্রমের দ্বারা ভাগ্যোন্নতি করতে হবে। ব্যবসা অপেক্ষা চাকরীতে উপার্জন বেশী হবে। জনসংযোগ, আইন, রেল প্রভৃতি দপ্তরে কাজের সুনাম পাবেন। কাগজ, প্রকাশনা, কুটির শিল্প, খেলনা ও সৌখিনদ্রব্য ব্যবসায় লাভ। ব্যাঙ্ক, জীবনবীমাক্ষেত্রেও উচ্চ-পদে আসীন হতে পারেন। অধ্যাপক, গবেষক ও বিচারক হিসাবে অর্থলাভ ও খ্যাতি। কাজে পরিশ্রম ও উদ্যম আনলে অর্থ কষ্টে পড়বেন না।

ভ্রমণ: আপনি ধর্মপরায়ণ। যে কোন তীর্থক্ষেত্রে যেতে আপনার মন উৎসুক হয়ে থাকে। এ বছর কাছে বা দূরে কোন তীর্থ দর্শন হবে। ভ্রমণ দৈহিক কষ্ট পাবেন।
ধনু রাশির ২০১২ সালের দৈনন্দিন ফলাফল
জানুয়ারী – ২০১২ (৩১ দিন)

১-২-৩: পরিশ্রমের দ্বারা কাজকর্মে সাফল্য আসবে। হাতে কিছু অর্থ আসার ফলে আর্থিক চিন্তা কমবে। সরকারী চাকরীতে দায়িত্ব বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের যত্ন নেবেন।

৪-৫-৬: নতুন কাজ হাতে আসার ফলে পরিশ্রম বাড়বে এবং উপার্জনও বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের উচ্চ-শিক্ষায় সমস্যা আসতে পারে। ব্যবসায় সামান্য লাভ।

৭-৮-৯: আপনার কোন সমস্যার সমাধান হবে। অনাদায়ী অর্থ হাতে আসার ফলে চিন্তা অনেকটা কমবে। কোন ধর্মীয় সংগঠনে যুক্ত হয়ে মানসিক শান্তি পাবেন।

১০-১১-১২: কোন সংবাদে আনন্দ পাবেন। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। পিতার সহযোগিতায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমাধান হবে। সাবধানে থাকবেন প্রতারিত হতে পারেন।

১৩-১৪-১৫: বেসরকারী চাকরীতে সুনাম পাবেন। আপনার ব্যবহার সবাইকে আকৃষ্ট করবে। আপনার রাশ্যাধিপতি বৃহস্পতি শুভফল প্রদান করতে পারেন।

১৬-১৭-১৮: সরকারী চাকরীতে সহকর্মীদের সহযোগিতায় দায়িত্বপূর্ণ কাজ সুষ্টভাবে পালন করবেন। ব্যবসায় সামান্য লাভ হবে। অভিমানবশতঃ দাম্পত্য কলহ হতে পারে।

১৯-২০-২১: কোন সহৃদয় ব্যক্তির সাহায্যে অর্থোপার্জননের কিছু সুযোগ পেতে পারেন। কাজকর্মের দিক থেকেও শুভ ফল পাবেন। পারিবারিক শান্তিতে মন প্রফুল্ল থাকবে।

২২-২৩-২৪: কোন আত্মীয় সমস্যায় মন চঞ্চল থাকার ফলে কাজকর্মে ক্ষতি হতে পারে। রাজনীতিতে সুনাম ও প্রভাব বৃদ্ধি পেলেও বিরোধীপক্ষ সমালোচনায় কঠোর হবে।

২৫-২৬-২৭: সামাজিক কাজে প্রশংসা পাবেন। চিকিৎসক, সাহিত্যিকদের সম্মান ও অর্থলাভ হবে। ব্যবসাক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। শিরঃপীড়ায় কষ্ট পাবেন।

২৮-২৯: চাকরীক্ষেত্রে মতবিরোধ দেখা দিতে পারে। ব্যয়বৃদ্ধির ফলে চিন্তা থাকলেও অসুবিধে হবে না। পরিবারের কারোর জন্য চিন্তা হবে।

৩০-৩১: কোন সমস্যার সমাধান করতে পেরে আনন্দ অনুভব করবেন। অসমাপ্ত কাজ শেষ করতে পারার ফলে নতুন কাজ পেতে পারেন। আর্থিক চিন্তা কমবে।
ফেব্রুয়ারী – ২০১২ (২৯ দিন)

১-২-৩: চাকরীক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করতে পারবেন। শিক্ষার্থীদের শিক্ষায় আগ্রহ বৃদ্ধি পাবে। গৃহে আত্মীয় সমাগমে ব্যস্ত হতে পারেন। স্বাস্থ্য খুব ভালো যাবে না।

৪-৫-৬: কোন কাজে পরিশ্রম বেশী হবে। নিজের কোন ভুলের জন্য আফশোস করবেন। কিছু অর্থ আসার ফলে আর্থিক চিন্তা কিছুটা কমবে। সাহিত্যিকদের যশ লাভ।

৭-৮-৯: পরিশ্রমের ফলে দৈহিক অবসাদ আসতে পারে। পারিবারিকক্ষেত্রে শুভ হলেও পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হবে। কোন অসৎসঙ্গে জড়িয়ে পড়তে পারেন।

১০-১১-১২: কোন বন্ধুর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। দৈনন্দিন কাজকর্ম ভালোই চলবে। কোন বিশিষ্ট লোকের সাহায্যে নতুন লাভজনক সুযোগ আসবে।

১৩-১৪-১৫: পিতার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। সরকারী ও বেসরকারী চাকরীতে কাজের চাপ বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য দূর হবার ফলে দাম্পত্য জীবনে সুখী হবেন।

১৬-১৭-১৮: সমাজসেবামূলক কাজে অংশ গ্রহণ করার ফলে অনেকের সহানুভূতি লাভ করবেন। হঠাৎ কাজে কোন বাধা আসতে পারে। কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে।

১৯-২০-২১: কোন ব্যক্তির সহায়তায় ব্যবসায়ে উন্নতি হবে। আপনার কর্মকুশলতা ও মার্জিত ব্যবহার সবাইকে আকৃষ্ট করবে। মিতব্যয়ী হলে সঞ্চয় করতে পারবেন।

২২-২৩-২৪: কোন সংবাদে আনন্দ পেতে পারেন। অধ্যাপনায় সুনাম ও যশ বৃদ্ধি পাবে। প্রসাধনদ্রব্য ও মনোহারিদ্রব্য ব্যবসায় লাভবান হবেন। গ্রন্থ রচনায় সুখ্যাতি পাবেন।

২৫-২৬-২৭: বেশী উদারতা দেখানোর ফলে অর্থব্যয় হবে। পরিবারে অশান্তি দেখা দিতে পারে। নিজের ভুল বুঝতে পেরে অনুতাপ করবেন। উদরপীড়ায় কষ্ট পাবেন।

২৮-২৯: পরিশ্রমের দ্বারা সাফল্য অর্জন করবেন। অর্থ হাতে এলেও ব্যয় বৃদ্ধির ফলে সঞ্চয় হবে না। ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে। স্ত্রীর সহযোগিতা পাবেন।
মার্চ – ২০১২ (৩১ দিন)

১-২-৩: সরকারী চাকরীতে বদলীর সম্ভাবনা। দৈনন্দিন কাজকর্মে সুনাম পাবেন ও অসমাপ্ত কাজ শেষ করতেও পারবেন। আইনজ্ঞদের সুনাম বৃদ্ধি ও অর্থলাভ।

৪-৫-৬: পরিবারের কারোর ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। কলহ-বিবাদ থেকে দুরে থাকবেন। সৌখিনদ্রব্য ব্যবসায় সামান্য লাভ হবে।

৭-৮-৯: বেসরকারী চাকরীতে মতবিরোধ দেখা দিতে পারে। অন্যায়কে প্রশ্রয় না দেবার ফলে অযথা বদনাম পেতে পারেন। কোন বন্ধুর সহযোগিতা পাবেন।

১০-১১-১২: মানসিক অবসাদে কাজকর্মের কিছু ক্ষতি হতে পারে। পারিবারিক কিছু সমস্যা দেখা দিতে পারে। কাজকর্মের চাপ থাকলেও আশানুরূপ অর্থ আসবে না।

১৩-১৪-১৫: ব্যয় বৃদ্ধির ফলে আর্থিক চিন্তা থাকবে। কোন সন্তানের শিক্ষার ব্যাপারে উদ্বেগ থাকবে। স্ত্রীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না।

১৬-১৭-১৮: চাকরীক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে। কোন ব্যবসায়ীর সাহায্যে ব্যবসায় উন্নতি করতে পারবেন। কিছু আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

১৯-২০-২১: হঠাৎ কোন কারণে মন বিক্ষিপ্ত থাকতে পারে। দৈনন্দিন কাজকর্মের চাপ থাকবে। নতুন কাজ হাতে এলেও কর্মীর অভাবে নিতে পারবেন না। উদরপীড়ায় কষ্ট পাবেন।

২২-২৩-২৪: হঠাৎ গৃহে অতিথি সমাগমে ব্যস্ত ও অর্থব্যয়। কোন সম্পত্তি বিষয়ক মামলায় জয়লাভ করবেন। পরিশ্রম বেশী হবার ফলে শরীরে ক্লান্তি আসবে।

২৫-২৬-২৭: আপনার সময়ের পরিবর্তন হবে। নতুন কাজ হাতে নিতে পারবেন। ব্যবসায়িক কারণে ঋণ হতে পারে। সাহিত্যিক হিসাবে খ্যাতি লাভ করবেন।

২৮-২৯: দৈনন্দিন কাজ ঠিকমত চলবে। অনাদায়ী অর্থ কিছু হাতে আসবে। চাকরীক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। দৈহিক সুস্থ্যতা লাভ করবেন।

৩০-৩১: পারিবারিক শান্তি বজায় থাকবে। সাংসারিক ব্যয় বৃদ্ধি পেলেও প্রয়োজন মেটাতে পারবেন। কোন বন্ধুর দ্বারা আনন্দ লাভ।
এপ্রিল – ২০১২ (৩০ দিন)

১-২-৩: পারিবারিক দিক থেকে চিন্তা কম হবে। সহকারী চাকরীতে দায়িত্ব বাড়বে ও পরিশ্রম বৃ্দ্ধি পাবে। কাউকে টাকা ধার দিলে ফেরৎ পেতে দেরী হবে।

৪-৫-৬: প্রসাধনী ও সৌখিনদ্রব্য ব্যবসায় সামান্য লাভ করবেন। সবাই আপনার উদারতার সুযোগ নেবে। দৈনন্দিন কাজেও সাফল্য পাবেন। আগুন থেকে বিপদ হতে পারে।

৭-৮-৯: হঠাৎ কোন পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। বেসরকারী চাকরীতে বদলীর সম্ভাবনা। অধ্যাপনার কাজে সুনাম পাবেন। ভ্রমণের সুযোগ আসবে।

১০-১১-১২: উৎসাহ ও পরিশ্রমের দ্বারা অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। পাওনা অর্থ কিছু হাতে আসবে। নতুন কোন কাজের সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালোই থাকবে।

১৩-১৪-১৫: কোন সমস্যা এলেও নিজের বুদ্ধি বিবেচনার দ্বারা সমাধান করতে পারবেন। বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের অনেকাংশে শুভ। প্রেমেরক্ষেত্রে আনন্দলাভ।

১৬-১৭-১৮: কোন আত্মীয়ের শারীরিক অবস্থার অবনতির ফলে ব্যস্ত থাকবেন। কাজকর্ম কিছু অসমাপ্ত থাকবে। অংশীদারী ব্যবসায় সমস্যা দেখা দেবে।

১৯-২০-২১: লাভজনক কাজের সুযোগ আসবে। কারোর সঙ্গে তর্ক-বিতর্কে মনক্ষুব্ধ হতে পারেন। আমদানী-রপ্তানী কাজে লাভবান হবেন। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না।

২২-২৩-২৪: কাউকে বেশী বিশ্বাস করার ফলে কিছু অর্থক্ষতি হতে পারে। নতুন কাজ হাতে এলেও সুসম্পূর্ণ হবে না। কর্ম্মোচারীদের অসহযোগিতা লাভ।

২৫-২৬-২৭: পাওনা অর্থ কিছু আদায় হলেও চিন্তা থেকেই যাবে। সরকারী চাকরীতে দায়িত্বপূর্ণ কাজ পেয়ে চিন্তা বৃদ্ধি পাবে। স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি হবে।

২৮-২৯-৩০: অংশীদারী ব্যবসার সমস্যা মিটবে। কোন সন্তানের শিক্ষার ব্যাপারে চিন্তা হবে। এখনি নতুন কোন ব্যবসায় অর্থ বিনিয়োগ করবেন না।
মে – ২০১২ (৩১ দিন)

১-২-৩: দৈনন্দিন কাজকর্মে সাফল্য ও সুনাম আসবে। রাজনীতিক্ষেত্রে মতভেদ আসতে পারে। কোন অন্যায়কে প্রশ্রয় দেবেন না। পারিবারিকক্ষেত্রে উন্নতি হবে।

৪-৫-৬: দৈহিক পরিশ্রম হলেও মানসিক শান্তি থাকবে। সামাজিকতায় সম্মান ও প্রতিপত্তি বাড়বে। আপনর কোন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে।

৭-৮-৯: কেউ আপনার ক্ষতির চেষ্টা করতে পারে। ব্যবসায় হঠাৎ মনদআভাব দেখা দেবে। দূরে ভ্রমণে না যাওয়াই ভালো। দাম্পত্য কলহ দেখা দিতে পারে।

১০-১১-১২: নতুন কোন কাজকর্মের সুযোগ আসবে। কোন কর্মীর বিশ্বাসঘাতকতায় কাজকর্মের কিছু ক্ষতি হতে পারে। বৃহস্পতি আপনার সহায় থাকলে কষ্ট পাবেন না।

১৩-১৪-১৫: অনেক সমস্যার সমাধান করতে পারবেন। অসৎসঙ্গ ত্যাগ না করলে কাজকর্মে ক্ষতি হবে। শিক্ষার্থীদের সমায়িক বিঘ্ন দেখা দিবে।

১৬-১৭-১৮: বেসরকারী চাকরীতে সুনাম পাবেন। কর্তৃপক্ষের নজরে পড়বেন। দৈনন্দিন কাজকর্ম ঠিকমত না হওয়ার ফলে উপার্জন ভালো হবে না। চিন্থায় থাকবেন।

১৯-২০-২১: কেউ ক্ষতির চেষ্টা করেও সফল হবে না। বৃহস্পতির সজাগ দৃষ্টি আপনাকে রক্ষা করবে। কোন আত্মীয়ের সহায়তায় ব্যবসায়ে নতুন সুযোগ পাবেন।

২২-২৩-২৪: কাজকর্মের চাপ থাকার ফলে দৈহিক পরিশ্রম বাড়বে। পাওনা অর্থ কিছু হাতে পাবেন। কোন ভ্রাতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।

২৫-২৬-২৭: রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন। দেহে সামান্য আঘাত পেতে পারেন। আর্থিক চিন্তা কম থাকলেও মাতার স্বাস্থ্যের জন্য চিন্তা থাকবে।

২৮-২৯: অনেক সমস্যার সমাধান করতে পারবেন। বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন। নতুন কোন কাজকর্মের সুযোগ আসতে পারে। জলযানে বিপদ হতে পারে।

৩০-৩১: দৈনন্দিন কাজকর্ম ঠিকমত চলার ফলে আর্থিক চিন্তা হ্রাস পাবে। হাতে কিছু অর্থ এলেও সঞ্চয় হবে না। শিক্ষার্থীদের সমস্যার সমাধান হবে।
জুন – ২০১২ (৩০ দিন)

১-২-৩: পরিশ্রম ও উৎসাহের ফলে অনেক কাজ সম্পূর্ণ করবেন। চাকরীক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে। কোন ব্যবসায়ীর সাহায্যে ব্যবসায়ে উন্নতি হবে।

৪-৫-৬: কোন বন্ধুর বিয়োগে মন ভারাক্রান্ত হবে। কাজকর্মে মন বসবে না। কোন বন্ধু বা ভ্রাতার দ্বারা মানসিক শান্তি পাবেন। ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়বে।

৭-৮-৯: পারিবারিক কোন সমস্যার সমাধান করতে পারবেন। মিথ্যাপবাদে নৈরাশ্যভাব আসবে। চাকরীক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। শিরঃপীড়ায় কষ্ট পাবেন।

১০-১১-১২: কোন কারণে মানসিক চঞ্চলতা দেখা দেবে। কাজকর্মে ভ্রান্তি হতে পারে। কাজকর্ম ঠিকমত না হওয়ার ফলে আর্থিক চিন্তায় বিব্রত হবেন।

১৩-১৪-১৫: বাড়ীতে কোন মহৎ ব্যক্তির আগমনে মানসিক শান্তি পাবেন। সরকারী ও বেসরকারী চাকরীতে দায়িত্ব বৃদ্ধি পাবে। পারিবারিক আনন্দ বজায় থাকবে।

১৬-১৭-১৮: চাকরীক্ষেত্র শুভ হলেও ব্যবসায় আশানুরূপ লাভ হবে না। কোন ভ্রাতার উন্নতিতে আনন্দ পাবেন। গৃহে কোন নতুন দ্রব্য আসতে পারে।

১৯-২০-২১: কোন সমস্যার সমাধান করতে পারবেন। রাজনীতিক্ষেত্রে ব্যস্ত বৃদ্ধি পাবে। কোন সন্তানের কৃতিত্বে গর্বিত হবেন। সময়টা ভালোই যাবে।

২২-২৩-২৪: মনের কোন আশা পূরণ করতে পারেন। চাকরীক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। শিক্ষাক্ষেত্রে সাময়িক বাধা আসতে পারে।

২৫-২৬-২৭: কারো দ্বারা মিথ্যা বদনামে মানসিক শান্তি বিঘ্নিত হবে। কোন বন্ধুর সাহায্যে মানসিক শান্তি পাবেন। কাজকর্মে সাফল্য পেলেও অবসাদ আসবে।

২৮-২৯-৩০: অবসাদ ত্যাগ করে পরিশ্রম দ্বারা অনেক কাজ সম্পর্ণ করতে পারবেন। কোন ব্যক্তির দ্বারা ব্যবসায় প্রসার ঘটতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে।
জুলাই – ২০১২ (৩১ দিন)

১-২-৩: বেকারদের চাকরীর সুযোগ আসতে পারে। সাংসারিক ব্যয় বৃদ্ধির ফলে অশান্তির সৃষ্টি হবে। মানসিক দিক থেকে বিপর্যস্ত হতে পারেন।

৪-৫-৬: দৈনন্দিন কাজকর্মের চাপ বৃদ্ধি পাবে। নতুন কাজের অর্ডার এলেও অর্থের জন্য চিন্তা হবে। শিল্পী ও অভিনেতার সুনাম ও অর্থলাভ। আঘাত প্রাপ্তির যোগ আছে।

৭-৮-৯: কোন অসম্পূর্ণ কাজ শেষ করতে পেরে মানসিক শান্তি পাবেন। ব্যবসায়ে সামান্য লাভ হবে। চাকরীক্ষেত্রে মতবিরোধ দেখা দিতে পারে। চিন্তায় থাকবেন।

১০-১১-১২: শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাবে। প্রিয়জনের সান্নিধ্যে আনন্দ লাভ করবেন। আর্থিক উন্নতির যোগ আছে। কোন বন্ধুর সহযোগিতা পাবেন।

১৩-১৪-১৫: কোন রাজনৈতিক বিবাদে যাবেন না। শত্রুরা ক্ষতির চেষ্টা করবে। কোন ব্যাপারে অনুতপ্ত হতে পারেন। স্বাস্থ্য বিশেষ ভালো যাবে না।

১৬-১৭-১৮: অংশীদারী ব্যবসায় আপনার প্রভাব বৃদ্ধি পাবে। কাজকর্ম ভালো চললেও অর্থ পেতে দেরী হবে। কোন ব্যাপারে অনুতপ্ত হতে পারেন।

১৯-২০-২১: আত্মীয় সমাগমে ব্যস্ততা ও অর্থব্যয়। কাজকর্মে সুখ্যাতি ও অর্থ লাভ। আয় উপার্জন ভালো হলেও সঞ্চয় হবে না। অপত্যহানির যোগ আছে।

২২-২৩-২৪: পারিবারিক শান্তি বজায় থাকলেও কারোর স্বাস্থ্যর ব্যাপারে চিন্তা হবে। ব্যবসায় সামান্য লাভ করতে পারবেন। প্রেমেরক্ষেত্রে আনন্দ লাভ।

২৫-২৬-২৭: সরকারী চাকরীতে দায়িত্ব বৃদ্ধির ফলে পরিশ্রম বাড়বে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের উচ্চ-শিক্ষার সুযোগ আসবে।

২৮-২৯: প্রেম প্রীতির ব্যাপারে বদনাম হতে পারে। কোন অমঙ্গলের আশঙ্কা আছে। মানসিক দিক থেকে বিপযস্ত হতে পারেন। স্ত্রীর সহানুভূতি পাবেন।

৩০-৩১: প্রযুক্তিবিদদের বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। প্রিয়জনের সান্নিধ্য লাভে আনন্দ পাবেন। কাজকর্মের সাফল্যে আয়বৃদ্ধি ঘটবে।
আগস্ট – ২০১২ (৩১ দিন)

১-২-৩: আপনার কোন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। ঠিকাদারী ব্যবসায় প্রভাব বৃদ্ধি পাবে। কোন অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন। স্বাস্থ্য ভালোই থাকবে।

৪-৫-৬: চাকরীক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসার দিক থেকে কিছু পাওনা অর্থ আদায় হবে। অর্থাগমের ফলে সাংসারিক শান্তি বজায় থাকবে।

৭-৮-৯: কোন প্রভাবশালী ব্যক্তির দ্বারা লাভজনক কাজের সুযোগ আসবে। আপনার বুদ্ধিমত্তার সব কাজ সাফল্যের সঙ্গে করতে পারবেন। হাটুর ব্যথায় কষ্ট পাবেন।

১০-১১-১২: সমাজসেবামূলক কাজে অংশ গ্রহণ করে মানসিক প্রশান্তি লাভ করবেন। বৃহস্পতি ও শনি শুভ থাকলে আর্থিক কষ্ট পাবেন না। শিক্ষার্থীদের শুভ বলা যায়।

১৩-১৪-১৫: কোন প্রতিবেশী বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কাজকর্ম শুভ হলেও মন বিক্ষিপ্ত থাকার ফলে কিছু কাজ অসমাপ্ত থেকে যাবে। ভ্রমণে আনন্দ পাবেন।

১৬-১৭-১৮: দৈনন্দিন কাজকর্ম ভালোই চলবে। ব্যবসার দিক থেকেও কিছু অর্থলাভ হবে। পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়বে।

১৯-২০-২১: বিভিন্ন দিক থেকে কাজের সুযোগ আসবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে প্রতিষ্ঠিত হতে পারেন। স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন।

২২-২৩-২৪: কোন সিদ্ধান্ত নেবার আগে গুরুজনদের পরামর্শ নিলে উপকার পাবেন। হঠাৎ পরিবারের কারোর শরীরের অবনতির ফলে অর্থব্যয় ও চিন্তা হবে।

২৫-২৬-২৭: মন বিক্ষিপ্ত থাকার ফলে কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে। শিল্প কারখানায় নিযুক্ত ব্যক্তিরা সাবধানে থাকবেন। দুর্ঘটনার যোগ আছে।

২৮-২৯: কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ হবে। চাকরীক্ষেত্রে কাজের চাপ থাকলেও সহকর্মীদের সহযোগিতা পাবেন। শিক্ষাক্ষেত্রে শুভ বলা যায়।

৩০-৩১: দৈনন্দিন কাজকর্ম ভালোই চলবে। কোন সন্তানের জন্য গর্বিত হবেন। আর্থিক কষ্ট না থাকলেও মানসিক চিন্তা থেকেই যাবে।
সেপ্টেম্বর – ২০১২ (৩০ দিন)

১-২-৩: আমদানী-রপ্তানী কাজে শুভফল পাবেন। কোন বন্ধুর সাহায্যে কার্য্যসিদ্ধি হবে। সামাজিক কাজে সম্মান লাভ করবেন। খাদ্যদ্রব্য ব্যবসায় লাভবান হবেন।

৪-৫-৬: অহেতুক চিন্তা করে কাজকর্মের ক্ষতি করবেন না। সামনে অনেক শুভ সুযোগ আসবে। সদ্ব্যবহার করতে না পারলে পরে আফশোস করবেন।

৭-৮-৯: রাজনৈতিক সংঘর্ষে অল্প বিস্তর আঘাত পেতে পারেন। সাবধানে থাকবেন শত্রুপক্ষ প্রবল হয়ে উঠবে। সৌখিন ও প্রসাধনীদ্রব্য ব্যবসায় লাভ হবে।

১০-১১-১২: কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যে চাকরীক্ষেত্রে পদচ্যুতির সম্ভাবনা আছে। ন্যায্য প্রাপ্তিতে বাধা আসতে পারে। স্ত্রীর সহযোগিতা ও সহানুভূতি পাবেন।

১৩-১৪-১৫: কোন সমস্যার সমাধান করতে পারবেন। রাজনীতিবিজ্ঞদের শুভ সময়। দৈনন্দিন কাজে সাফল্য লাভ করবেন। গৃহে চুরির সম্ভাবনা আছে।

১৬-১৭-১৮: আর্থিক উন্নতির ফলে কোন ঋণ পরিশোধ করতে পারবেন। কর্মক্ষেত্রে সমস্যার সমাধান হবে। প্রযুক্তিবিদদের বিদেশ যাত্রার সুযোগ আসবে।

১৯-২০-২১: সামাজিক কাজে সাফল্য লাভে সম্মান বৃদ্ধি পাবে। বেকারদের চাকরীর সুযোগ আসবে। নতুন কোন প্রচেষ্টা সফল হতে পারে।

২২-২৩-২৪: শত্রুপক্ষ গোপনে ক্ষতির চেষ্টা করবে। কর্মক্ষেত্রে কর্মচারী দ্বারা অর্থক্ষতি। শিল্পী ও সাহিত্যিকদের সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি। উদরপীড়ায় কষ্ট পাবেন।

২৫-২৬-২৭: চাকরীক্ষেত্রে বোনাস সংক্রান্ত বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। অহেতুক মিথ্যাপবাদে মন চঞ্চল হবে। বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন।

২৮-২৯-৩০: ব্যবসায়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সাহায্য পাবেন। কোন শুভ সংবাদে মন প্রফুল্লিত হবে। মনের কোন আশা পূরণ করতে পারবেন।
অক্টোবর – ২০১২ (৩১ দিন)

১-২-৩: দৈনন্দিন কাজকর্মের ব্যস্ততা বাড়বে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতির যোগ আছে। শিক্ষার্থীরা উচ্চ-শিক্ষার সযোগ পাবেন। চিকিৎসদের সম্মান ও অর্থ লাভ।

৪-৫-৬: দৈনন্দিন কাজকর্মে সাফল্য পাবে। কোন সমস্যার সমাধান করতে পারবেন। নতুন কোন প্রচেষ্টা সফল হবে। গৃহে আত্মীয় সমাগমে আনন্দ পাবেন।

৭-৮-৯: আর্থিক অসুবিধে না থাকলেও পারিবারিক কোন সমস্যা দেখা দিতে পারে। কারখানার কর্মীদের যন্ত্রাংশ থেকে বিপদ হতে পারে। পুত্র সন্তান লাভ করবেন।

১০-১১-১২: রাজনৈতিক কোন আন্দোলনে জড়িয়ে পড়তে পারেন। শিক্ষকদের সুখ্যাতি ও আয় বৃদ্ধি পাবে। ঠিকাদারী ও মজুতদারী ব্যবসায় লাভবান হবেন।

১৩-১৪-১৫: নতুন কোন যোগাযোগ ব্যবসায়ীক লাভবান হবেন। চাকরীক্ষেত্রেও উপার্জন বৃদ্ধি পাবে। আত্মীয় বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ভ্রমণযোগ প্রবল।

১৬-১৭-১৮: সরকারী চাকরীতে দায়িত্ব বৃদ্ধিসহ বদলীর সম্ভাবনা। কোন কারণে অর্থব্যয় হতে পারে। কোন নতুন পরিকল্পনা করতে পারেন। গুহ্যরোগে কষ্ট হবে।

১৯-২০-২১: কোন আত্মীয়শোকে কাজকর্মে অবসাদ আসতে পারে। অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাবে। কোন বন্ধুর সহযোগিতা পাবেন। অভিমানবশতঃ প্রণয়ভঙ্গ।

২২-২৩-২৪: ব্যয়বাহুল্যের ফলে চিন্তা বাড়বে। ব্যবসাক্ষেত্রে প্রতিযোগিতা আসার ফলে পরিশ্রম বৃদ্ধি পাবে। মাথা ঠান্ডা রেখে কাজ করলে সুফল পাবেন।

২৫-২৬-২৭: মিশ্রফল লাভ করবেন। ঠিকাদারী ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। কোন ভ্রাতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। মানহানির ভয় আছে।

২৮-২৯: কাজকর্মে সাফল্যের ফলে অর্থপ্রাপ্তি ঘটবে। রাজনৈতিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। ব্যবসায়ে সামান্য উন্নতি ঘটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবেন।

৩০-৩১: কোন সমস্যা সমাধানে ভগ্নীর সাহায্য পাবেন। কোন দুর্ঘটনায় দেহে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা। কোন সম্পত্তি বিষয়ক শরিকি মামলায় হার হতে পারে।
নভেম্বর – ২০১২ (৩০ দিন)

১-২-৩: আপনার প্রতিভার স্ফুরণ হবে। কাজকর্মে আশার সঞ্চার। পুরাতন কোন রোগ থেকে আরোগ্য লাভ। কোন প্রতিযোগিতায় সাফল্য লাভ।

৪-৫-৬: আপনার ন্যায়পরায়ণতা ও নিয়মানুবর্তিতাই আপনার শত্রু তৈরী করবে। বাস্তববাদী না হতে পারলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। বেসরকারী চাকরীতে উন্নতি।

৭-৮-৯: অর্থোপার্জন বেশী করার চেষ্টায় ঝুকি নেওয়ার ফলে কিছু অর্থ ক্ষতি হতে পারে। পরিশ্রম দ্বারাই ব্যবসায় উন্নতি করতে পারবেন। শ্লেষ্মাজনিত কারণে কষ্ট পাবেন।

১০-১১-১২: স্ত্রীর দিক থেকে আর্থিক সাহায্য পাওয়ায় নতুযন কোন পরিকল্পনা করতে পারেন। কোন বিশিষ্ট ব্যক্তির সাহায্যে ভালো কোন সুযোগ আসবে।

১৩-১৪-১৫: চাকরীক্ষেত্রে আপনার একাগ্রতা ও নিয়মানুবর্ত্তিতা উন্নতির পথ প্রশস্ত করবে। আপনার ব্যবহারে অনেকেই আকৃষ্ট হবে। পারিবারিক শান্তি বজায় থাকবে।

১৬-১৭-১৮: কিছু পাওনা অর্থ আদায় হবার ফলে আর্থিক চিন্তা হ্রাস পাবে। কোন সন্তানের ব্যাপারে উদ্বেগ হবে। প্রিয়জনের সান্নিধ্য লাভ করবেন।

১৯-২০-২১: উৎসাহ ও পরিশ্রমের দ্বারা কাজকর্মে সাফল্য লাভ করবেন। কেউ আপনার আনুগত্য স্বীকার করবে। তীর্থযাত্রার যোগ আছে।

২২-২৩-২৪: কোন শুভ সংবাদে আনন্দ পাবেন। কাজের পরিধি বাড়বে। কোন আত্মীয়ের কিছু সম্পত্তি পেতে পারেন। রক্তপাতের ভয় আছে।

২৫-২৬-২৭: পরিশ্রমের দ্বারা সাফল্য লাভ করতে পারবেন। আর্থিক স্বচ্ছলতা না থাকলেও অসুবিধে হবে না। মনের কোন আশা পূর্ণ হবে। স্বাস্থ্য ভালো যাবে না।

২৮-২৯-৩০: সামাজিক কাজে ব্যস্ত হতে পারেন। কোন ভ্রাতার শারীরিক অবনতির ফলে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। সম্মানহানির যোগ আছে।
ডিসেম্বর – ২০১২ (৩১ দিন)

১-২-৩: চাকরীক্ষেত্রে কোন সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে। রাজনীতিক্ষেত্রে সুনাম অর্জন করবেন। মনের কোন আশা বাস্তবায়িত হতে পারে।

৪-৫-৬: আইনজ্ঞদের সম্মান ও প্রতিপত্তি লাভ হবে। ব্যবসায় মূল্যবৃদ্ধির ফলে লভ্যাংশ কম হবে। সাহিত্যিকদের সুনাম ও অর্থপ্রাপ্তি ঘটবে। দন্তরোগে কষ্ট পাবেন।

৭-৮-৯: প্রযুক্তিবিদদের বিদেশ যাওয়ার সম্ভাবনা প্রবল। পুরাতন কোন সমস্যার সমাধান করতে পারবেন। আপনার সকল বিষয়ে আগ্রহ থাকার ফলে জ্ঞান সঞ্চয় হবে।

১০-১১-১২: উৎসাহ ও উদ্যমের ফলে কাজকর্মে সাফল্যলাভ করবেন। সমাজে যশ ও প্রতিপত্তি লাব হবে। কোন বন্ধুর দ্বারা লাভজনক কাজের সুযোগ পাবেন।

১৩-১৪-১৫: আপনার ব্যবহারে অনেকে আকৃষ্ট হলেও কোন নারীর দ্বারা বিপদে পড়তে পারেন। চাকরীক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পেলেও সহকর্মীদের সহযোগিতা পাবেন।

১৬-১৭-১৮: কাজকর্মের সাফল্যের ফলে আর্থিক উন্নতি ঘটবে। অবিবাহিত কন্যা বা ভগ্নীর বিবাহের জন্য চিন্তায় থাকবেন। প্রেমের ক্ষেত্রে আনন্দলাভ।

১৯-২০-২১: রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাবার ফলে শত্রু বৃদ্ধিও ঘটবে। ঠিকাদারী ব্যবসায় অসন্তোষ দেখা দিতে পারে। অত্যধিক পরিশ্রমের ফলে ক্লান্তি দেখা দিবে।

২২-২৩-২৪: শিক্ষার্থীরা সাফল্য লাভ করবেন। কোন প্রতিবেশীর উপকার করার ফলে সম্মান পাবেন। ব্যবসায় জটিলতা কাটবে। গৃহাদি সংস্কারের যোগ আছে।

২৫-২৬-২৭: সম্পত্তি নিয়ে পিতা বা ভগ্নীর সঙ্গে মতবিরোধ দেখা দেবে। কাজকর্মে ব্যস্ততা থাকলেও সব কাজ শেষ করে উঠতে পারবেন না। আর্থিক চিন্তা দেখা দেবে।

২৮-২৯: সম্পত্তি বিষয়ক সমস্যার সমাধান হবে। নতুন কোন কাজের অর্ডার পেতে পারেন। কোন আত্মীয়ের আগমনে সংসারে আনন্দ বৃদ্ধি পাবে।

৩০-৩১: আপনার সময়ের পরিবর্তন হবে না। নানা সুযোগ আসবে যাতে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন। পারিবারিকক্ষেত্র শুভ হলেও পিতার স্বাস্থ্যের জন্য চিন্তা থাকবে।
উল্লেখিত ফলাফল নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য হবে।

ব্যক্তিগত জন্ম সময় অনুসারে গ্রহ সংস্থান এবং তদানুসার দশা-অন্তর্দশা, অষ্টবর্গ, ষন্নাড়ীচক্র, ত্রিপাপচক্র, সপ্তশূন্য বিচার, ষোড়ষবর্গ বিচার প্রভৃত ফলকে স্থিরভাগ্যফল বলে। সুতরাং সুক্ষ্ণ স্থির অথবা সুক্ষ্ণ অস্থরি ভাগ্যফল জানত হলে ব্যক্তিগত কোষ্ঠী অথবা সাল, মাস, তারখি, সময় এবং জন্মস্থান একান্ত প্রয়োজন। যাদের সঠিক জন্ম তারখি জানা নাই তারা হস্তকররেখাসহ বহুবধি বিচাররে মাধ্যম জানতে পারবনে। ভাগ্য বলতে এখানে সুসময় এবং দুঃসময়কে বুঝানো হয়ছে। ড. হাসান কবির ভাগ্য গণনা করনে না। তিনি সুসময় ও দুঃসময় গণনা কর থাকেন। রমনী বা নারীশ্রেনীগণ বিবাহিত ও অবিবাহিত স্থলে বিবাহিতা অবিবাহিতা পড়ে নিবেন। এরুপ সর্বক্ষেত্রে লিঙ্গান্তর পরবির্তন করে পড়ে নিবেন। যেমন : স্ত্রীর স্থলে স্বামী ইত্যাদি ইত্যাদি।

ধনু রাশির প্রকৃতি (চন্দ্রস্তিত রাশি অর্থাৎকোষ্ঠী মতে) পত্রিকা মতে নয়

দৈহিক গঠনঃ
 পুষ্টকায়,দীর্ঘাকৃতি,দীর্ঘনাসিকা,প্রশস্ত ললাট।

স্বরূপঃ দ্বি-স্বভাব,অগ্নিরাশি,পুরুষকারক,পিত্তধাতু,অধিপতি বৃহস্পতি। কালপুরুষের ঊরুদ্বয়,পূর্বদিক,পৃষ্ঠোদয়।

মূলার ১৩ ডিগ্রী ২০ মিনিট,পূর্বাষাঢ়ার ১৩ ডিগ্রী ২০ মিনিট এবং উত্তরাষাঢ়ার ৩ ডিগ্রী ২০ মিনিট নিয়ে ধনুরাশি গঠিত। অধিপতি গ্রহ বৃহস্পতি।

ধনুরাশির বৈশিষ্ট্যঃ ধনুরাশির অধিকর্তা যেমন বৃহস্পতি তিনি আবার রাশিচক্রের শেষ রাশি মীনেরও অধিপতি। ধনুরাশির প্রতীক এক অশ্বারোহী,হাতে তার তীরধনু, যেন কোন লক্ষ্যভেদ করতে উদ্যত। এর অর্থ পশুবৃত্তিকে বা মানসিক ভোগ লালসাকে দমন করে মানবিকতার লক্ষ্যে পৌছানো। রাশিচক্রে নবম এই ধনুরাশি। ভাগ্য নিয়ন্ত্রণে এর গুরুত্ব বেশী। মঙ্গল, রবি ও বৃহস্পতির শুভাশুভ বল সাপেক্ষে এই রাশির জাতক জাতিকার মধ্যে বিশেষ প্রতিভা থাকার কথা। ধনু লগ্নই হোক কিংবা ধনুরাশিই হোক,যে কোন ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে তাদের বিশেষ চেষ্টা থাকে। সুযোগও পান প্রচুর।

জন্মকালে বৃহস্পতি,মঙ্গল ও রবি অনুকূল না হলে উন্নতির পথে বাধা আসে। সংসার জীবনে তাদের কোন না কোন ভাবে অশান্তি বা দুঃখ পাবার আশঙ্কা। এমন কি টাকাকড়ির অভাব না থাকলেও, তাদের হৃদয়ে কোন না কোন ভাবে এক ধরণের অভাব বোধ থাকে। বিবাহিতদের পত্নী অথবা সন্তানের জন্য কোনভাবে দুঃখ পেতে হয়। অথচ তাদের মধ্যে স্নেহ মমতার আধিক্য থাকে। পরকে আপন করে নেওয়ার শক্তিও তাদের মধ্যে রয়েছে। চন্দ্র ও বুধ অনুকূল থাকলে সৃষ্টিধর্মী কাজে তারা সুনাম অর্জন করতে পারেন এবং মহৎ কোন কাজে তারা স্মরণীয় হয়েও থাকতে পারেন। রবি, মঙ্গল ও বৃহস্পতির অবস্থা যত ভাল হবে, খ্যাতির গন্ডীও তত বিস্তৃত হবে। ধনুর জাতক আদর্শবাদী,পরিশ্রমী ও দৃঢ়চেতা হলেও স্নেহ ভালবাসার দুর্বলতাও তাদের মধ্যে থাকে। রবি ও বৃহস্পতি তাদের শুভভাবে থাকলে জীবনে বিশেষ উন্নতি তারা করতে পারেন। আবার বুধের ও শুক্রের প্রভাব বেশী হলে স্নেহ ভালবাসা ও পুরুষের পক্ষে নারীর প্রতি আসক্তি অনর্থ ঘটাতে পারে। সাহিত্য, শিল্প, আইনবিদ্যা ও অধ্যাপনার কাজে তারা বেশী উপযুক্ত। এর মধ্যে মূলা, পূর্বাষাঢ়া ও উত্তরাষাঢ়া এই তিনটি নক্ষত্র রয়েছে। মূলার মধ্যে রয়েছে অতিরিক্ত বিষয়াসক্তি। পূর্বাষাঢ়ায় রয়েছে নিজেকে ছড়িয়ে দেবার ও জ্ঞান বিজ্ঞানে আসক্তির লক্ষণ এবং উত্তরাষাঢ়ায় রয়েছে নিজের প্রাধান্য বিস্তারের মনোভাব। এই রাশির জাতক/জাতিকার মধ্যে অজানাকে জানার বা উপলব্ধি করার আকাঙ্খা থাকে। সুতরাং উপযুক্ত স্থান, কাল ও জন্মকালের পরিবেশ অনুকূল হলে তারা নিজেকে বিকাশের সুযোগ পেতে পারেন।

জাতক খুটিনাটির দিকে বেশী লক্ষ্য দেয়। অন্যায় সহ্য করতে পারে না,কটু সত্যকথা বলার জন্য অযথা শত্রু সৃষ্টি হয়। অত্যন্ত আত্মাভিমানী ও সাহসী। যে কাজে ব্রতী হয় কাজটা কতখানি ভাল কতখানি মন্দ তা জাতকের অজানা থাকে না। সমাজ সেবায় বিশেষ সুনাম লাভ করে থাকে। গুরু, শিক্ষক ও উপদেষ্টার ভাব প্রবল। সব কাজ তাড়াতাড়ি শেষ করতে চাইবে। নিজের মনোভাবকে তন্ন তন্ন করে পরীক্ষা না করে ছাড়ে না। অন্যের কর্তৃত্বে জাতক এক মুহূর্তও টিকে থাকতে পারে না। উদারতা ও ক্ষমা জাতকের মধ্যে বিশেষভাবে প্রকাশ পায়। আধ্যাত্মিক জীবনের দিকে অনেক দূর অগ্রসর হতে সমর্থ হয়। প্রত্যেক কাজে ধাপে ধাপে একটু একটু করে অগ্রসর হতে চায়, উচ্চাভিলাষ প্রবল। রাজনীতির দিকে বেশী ঝোকে। জাতকের চিন্তার মধ্যে বাস্তববাদ সবচেয়ে প্রাধান্য পাবে। যে কাজে স্বাধীন কর্তৃত্ব নেই, সে কাজে টিকে থাকা জাতকের পক্ষে অসম্ভব। সঙ্গীতজ্ঞ না হলেও অত্যন্ত সঙ্গীতের রসপিপাসু হয়।

ভাগ্যঃ খামখেয়ালীপনার জন্য ভাগ্যোন্নতিতে বাধা ঘটলেও বুদ্ধিকৌশলে জাতক নিজের ভাগ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে। নানা বিঘ্নের মধ্যেই জাতকের ভগ্যোন্নতি ঘটে থাকে। মধ্যবয়সে অর্থভাগ্যযোগ বিশেষভাবে ভাল হয়ে থাকে। ভাগ্য অনেকটা সাহায্য করে জাতককে। অসৎ উপায়ে অর্থোপার্জন জাতকের প্রকৃতি বিরুদ্ধ। রেল, বিমানদপ্তর অথবা ভূমিসংস্কার বিভাগীয় কাজে জাতকের বিশেষ কর্তৃত্ব দেখা যাবে। অপরিণামদর্শিতার জন্য অর্থোপার্জনে বাধা ঘটে। সুযোগ এসেই সরে যায়। বিদ্যাযোগ শুভ। শেষ বয়সে জাতকের অর্থভাগ্য বিশেষ উন্নত হয়। ভাগ্যোন্নতির ব্যাপারে অন্যের উপর কমবেশী নির্ভর করতে হয়।

কর্মজীবনঃ সাহিত্যচর্চা,মুদ্রণের কাজ,শিক্ষকতা,রাজনীতি এবং মনোহারী দ্রব্যের ব্যাপারে জাতক বিশেষ লাভবান হয়। কর্মজীবন বিশেষভাবে উন্নত হয়। ২৭ বর্ষ পর ব্যবসাবাণিজ্যে জাতক খ্যাতিলাভে সমর্থ হয়। কর্মজীবন বিশেষ মহিমাময় হয়ে উঠে। দূতাবাসের কাজেও জাতক পারদর্শিতা দেখাতে পারে

প্রেম, বিবাহ ও দাম্পত্যজীবনঃ বিবাহিত জীবনে তেমন বিঘ্ন আসে না। স্ত্রী গৃহকর্মনিপুণা এবং সৌভাগ্যবতী হয়ে থাকে। ২৮ থেকে ৩২ বর্ষ মধ্যেই বিবাহযোগ। স্ত্রীর প্রতি তীব্র আকর্ষণ জাতকের একনিষ্ঠ প্রেমের পরিচয় প্রকাশ করে। মনের মত স্ত্রী পেলে জাতক অসাধ্য সাধনেও তৎপর হয়। ভালবাসার মধ্যে কোন কৃত্রিমতাকে জাতক সহ্য করতে পারে না। ধনুর জাতকের অল্পবয়সে বিবাহ অনুচিত। দ্বি-স্বভাব রাশির প্রকৃতির জন্য একাধিক প্রেমও জাতকের মধ্যে দেখা যায়। সন্তান স্থান শুভ। পুত্রসন্তান বেশী হয়। কোন কন্যা সন্তানের প্রতিভা জাতকের কাছে খুবই গর্বের বস্তু হবে। স্ত্রী সাধারণতঃ খুব কল্পনাপ্রবণ।

বন্ধুভাগ্যঃ বন্ধুভাগ্য খুব ভাল হয় না। জাতক বন্ধুর জন্য নানা ত্যাগ স্বীকারে কুন্ঠিত নন। কোন বিশিষ্ট বন্ধু বা বান্ধবীর দ্বারা জাতকের অপূরণীয় ক্ষতি ঘটে থাকে।

স্বাস্থ্যঃ স্ববাতরোগে জাতক বেশীর ভাগই ভুগে থাকে। লিভার সংক্রান্ত পীড়া,কোষ্ঠকাঠিন্য,হজমশক্তির গোলমাল এবং হৃদরোগে উল্লেখযোগ্য কষ্ট পায়। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে জাতক প্রায়ই পাকস্থলীর রোগে উল্লেখযোগ্য কষ্ট পাবে। ঠান্ডা লাগা সম্বন্ধে জাতকের সতর্ক থাকা উচিত। অতিরিক্ত অশান্তি ও দুশ্চিন্তা রোগ সৃষ্টির অন্যতম কারণ হয়ে দাড়াবে। নিরামিষ খাদ্য, দুগ্ধ ও ছানা স্বাস্থ্যের পক্ষে হিতজনক।

যোগ্যতাঃ প্রত্যেক কাজে অগ্রসর হবার সময় একটা দ্বিধাগ্রস্থ ভাব জাতকের যোগ্যতা প্রকাশে বাধার কারণ হয়। মনস্থিরতা যোগ্যতা প্রকাশের জন্য একান্ত প্রয়োজন। কোন বেসরকারী প্রতিষ্ঠানে সামান্য চাকুরী নিয়ে প্রবেশ করে কর্মদক্ষতার দ্বারা উন্নতি করতে সক্ষম হয়।

রত্নপাথরঃ জন্মছক বিচার সাপেক্ষে।

স্মরণীয় বর্ষঃ ৮,১১,১৯,২৯,৩১,৩৫,৩৭,৪০,৪৪,৪৭,৫৪ এবং ৫৮।

(উল্লেখিত ফলাফল নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য হবে।) 

ব্যক্তিগত জন্ম সময় অনুসারে গ্রহ সংস্থান এবং তদানুসার দশা-অন্তর্দশা, অষ্টবর্গ, ষন্নাড়ীচক্র, ত্রিপাপচক্র, সপ্তশূন্য বিচার, ষোড়ষবর্গ বিচার প্রভৃত ফলকে স্থির ভাগ্যফল বলে। সুতরাং সুক্ষ্ণ স্থির অথবা সুক্ষ্ণ অস্থরি ভাগ্যফল জানত হলে ব্যক্তিগত কোষ্ঠী অথবা সাল, মাস, তারখি, সময় এবং জন্মস্থান একান্ত প্রয়োজন। যাদের সঠিক জন্ম তারখি জানা নাই তারা হস্তকররেখাসহ বহুবধি বিচাররে মাধ্যম জানতে পারবনে। ভাগ্য বলতে এখানে সুসময় এবং দুঃসময়কে বুঝানো হয়ছে। ড. হাসান কবির ভাগ্য গণনা করনে না। তিনি সুসময় ও দুঃসময় গণনা কর থাকেন। রমনী বা নারীশ্রেনীগণ বিবাহিত ও অবিবাহিত স্থলে বিবাহিতা অবিবাহিতা পড়ে নিবেন। এরুপ সর্বক্ষেত্রে লিঙ্গান্তর পরবির্তন করে পড়ে নিবেন। যেমন : স্ত্রীর স্থলে স্বামী ইত্যাদি ইত্যাদি।
Note : প্রতিটি ব্যক্তিই Web Site এর মাসিক রাশি চক্রের প্রথম পৃষ্টায় বেশ কিছু গুরুত্বপূর্ন তথ্য দেওয়া আছে ঠিক তদ্রুপ একেবারে শেষেও বেশ কিছু গুরুত্বপূর্ন পরামর্শ দেওয়া আছে। আপনার PC তে বাংলা পড়া না গেলেও SolaimanLipi / Vrinda Font Install করে পড়তে হবে।

সূত্র: rajeshshori.com

No comments:

Post a Comment