Pages

Thursday, January 5, 2012

কাউসার আহমেদের দৃষ্টিতে আপনার ২০১২ সাল কেমন যাবে


  • কাওসার আহমেদ চৌধুরী
    কাওসার আহমেদ চৌধুরী




    • প্রিয় দেশি-বিদেশি, এদেশি-ওদেশি অ্যান্ড সর্বদেশি মেং বৃং মিং কর্কং সিংহং ইত্যাদি রাশির মিসিবাবা, মেমসাহেব, সিস্টার্স, ব্রাদার্স অ্যান্ড আদার্স, ভালোই তো গেল আপনাদের ২০১১ সালটা। ভালো গেল না?—সবাই বলেন, ভালোই গেল। বলেন, যাহা গিয়াছে—ভালোই গিয়াছে। যায় দিন ভালো। যাক গে, যাহা হইয়াছে—ভালোই হইয়াছে। 
      এবারে বলুন, নতুন বছরটা কেমন যাবে বলে মনে করেছেন আপনারা। ও, এ ব্যাপারটা তো বোধহয় আজ আমারই বলবার কথা।...তাহলে বলি, আপনারা শুনুন। 


      মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। 
      ভর # ৬ >
      গত বছরের ব্যবস্থা আরও কিছুটা বাড়লেও এ বছর আপনি আর আগের মতো ততটা ক্লান্ত-বিপর্যস্ত হবেন না। স্বস্তিতে কাটবে বছর। 
      বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। 
      ভর # ১ >
      ২০১১-তে আপনার জীবনে হয়তো কিছু অঘটন ঘটে গেছে। এ বছর তার ক্ষতিগুলো সব পুষিয়ে যাবে। 
      মিথুন Gemini ২২ মে—২১ জুন। 
      ভর # ৬ >
      আপনার জীবনের শুভ পরিবর্তনগুলো এ বছর (২০১২) পূর্ণ অঙ্গ লাভ করবে। 
      কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। 
      ভর # ২ >
      গত বছর আপনার তো ভালোয়-মন্দয় ভালোই কেটেছে। নতুন বছরটা আপনার ৬৫ থেকে ৭০ শতাংশ ভালো কাটবে। 
      সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। 
      ভর # ১>
      ‘জয় করে তবু ভয় কেন তোর যায় না...’ ওরে সিংহ, এবার নিজ দেহ অ্যান্ড মাইন্ডটাকে একটু বিশ্রাম দে।...শুভ হোক আপনার নতুন বছরখানা। 
      কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। 
      ভর # ২ >
      গত বছর আপনার জীবনে যাহা ঘটিয়াছে, নতুন বছরে আসিয়া তাহারই জের টানিতে হইবে বলিয়া মোর মনে লয়। 
      তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর।
      ভর # ২ >
      ২০১১ খ্রিষ্টাব্দে আপনার দিগন্তে যে সূর্যটা উঠেছিল—এ বছর তা মধ্যগগণে জ্বলজ্বল করবে।
      বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। 
      ভর # ৭ >
      ২০১১-তে মেরেছিলেন বাম্পার।...এ বছর মারবেন সুপার বাম্পার। এর বেশি আর কেয়া আপনাকে বলেং গা, বলুন! 
      ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। 
      ভর # ৯ > 
      শান্ত হোন। সামনে রয়েছে খুব বড় সাফল্য। এর পাশাপাশি দু-চার ফোঁটা ‘আঁসু’-ও থাকতে পারে। থাকলে থাকুক। ক্ষতি নেই। 
      মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। 
      ভর # ৩ >
      গেল বছরটা সুবিধার যায়নি। এ বছর দেখা যাক অবস্থা কতটা better হয়। 
      কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। 
      ভর # ৯ >
      খং খং করে একটু কাশলেও চং বং অর্থাৎ চলতি বছরখানা আপনে সাফল্যে ভরে উঠবে বলেই তো মনে লয় মোর! 
      মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। 
      ভর # ৩ >
      গেল বছর বহুকিছুই আপনার রটেছিল। তার কিছু কিছু ঘটেও ছিল। এ বছরও তাই হবে।...শুভ

      32 comments:

      1. আমার নাম মিঠুন আমার জন্ম ১৯৯২মাচ৩০

        ReplyDelete
      2. আমার নাম সূর্য ৷ আমার জনম 21.04.1994 সকাল 8.30 ৷ আমার সিংহ রাশি ৷ আমার কি বাবসা করলে ভাল চলবে??????

        ReplyDelete
      3. 1993-09-13 নিজের সম্পর্কে জানতে চান

        ReplyDelete
      4. SHIB SANKAR RANA.Dob-25/09/1998

        ReplyDelete
      5. 20/08/1994 Rukiya begom

        ReplyDelete
      6. monika,17 april and sayif 9julay kmn jabe amader future ta

        ReplyDelete
      7. monika,17 april and sayif 9julay kmn jabe amader future ta

        ReplyDelete
      8. Name:jamal uddin, birth day- 08.04.1990

        ReplyDelete
      9. This comment has been removed by the author.

        ReplyDelete
      10. This comment has been removed by the author.

        ReplyDelete
      11. Sourav halder. 23/06/1997.6.31pm.

        ReplyDelete
      12. Sonjoy Dey 31 march 2000 at 8:00 am

        ReplyDelete
      13. Gopal Jaiswal 5.11.1994 at 4.43 pm

        ReplyDelete
      14. Rajesh Mondal 14 july 1991 12:45pm my birth day amar rasi ki.

        ReplyDelete
      15. AbhijitChowdhury 9.12.78saterday

        ReplyDelete
      16. Riya Malik...............................Dob-26/4/2000

        ReplyDelete
      17. Asiqur Rahman Swapon. 18/10/1980

        ReplyDelete
      18. Jannatul Ferdouse nupur. 31/05

        ReplyDelete